কণ্ঠস্বরের জটিল রোগে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী লতা সবরেওয়াল। আজীবনের মতো কথা বলা বন্ধ হয়ে যেতে পারে এই তারকার। নিজেই দিয়েছেন এমন তথ্য।
হিন্দি টেলিভিশনের অতি পরিচিত নাম লতা। স্টার প্লাসের ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’- ধারাবাহিকে অক্ষরার মায়ের চরিত্রে দর্শক দেখেছিলেন তাকে। যদিও এটি প্রায় এক দশক আগের কথা। সাফল্যের সঙ্গে দীর্ঘদিন ধরে টেলিপর্দায় কাজ করছেন লতা। তবে এবার বাধ্য হয়েই থামতে হচ্ছে তাকে। আপতত কোনো রকম কথা বলতে পারছেন না অভিনেত্রী।
লতার গলায় জটিলতা ধরা পড়ায় ডাক্তারের পরামর্শ মেনে চলতে হচ্ছে।
অভিনেত্রী জানান, তার ভোকাল বক্স-এ নোডিউল ধরা পড়েছে। কণ্ঠস্বরের এই রোগে স্বরনালির মাঝখানে পানি জমে ফুলে ভোকাল নোডিউল তৈরি হয়। এই অসুখে দুটি ভোকাল কর্ডেরই ক্ষতি হয়। সাধারণত যারা খুব বেশি স্বরনালির ব্যবহার করেন, যেমন গায়ক-গায়িকা, ভয়েস ওভার আর্টিস্ট, হকার- তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
নিজের অসুস্থতার কথা ইনস্টাগ্রামে পোস্ট করে লতা লেখেন, ‘সময়ের মধ্যে সুস্থ না হলে আজীবনের মতো আমি আমার গলার স্বর হারাব। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।’
লতা জানান, এক সপ্তাহের জন্য কণ্ঠস্বরকে সম্পূর্ণ আরাম দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। আপতত স্টেরোয়েড চলছে, কারণ স্টেরোয়েড ছাড়া এই রোগের আর কোনো গতি নেই। তার কণ্ঠস্বর বদলে যেতে পারে এমন আশঙ্ক্ষাও রয়েছে।
অভিনেত্রীর মুখ থেকে এ কথা শুনে চিন্তিত তার অনুরাগীরা। তবে সকলেরই বিশ্বাস, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন লতা।
এদিকে ভক্তদের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত লতা বলেন, ‘আগের চেয়ে একটু ভালো আছি, তবে কথা একদম বন্ধ। নতুন ভিডিওর কাজ চলছে, আমি আজ চুপচাপ ঘরে বসে থাকব।’
ছোটপর্দার পাশাপাশি বড় পর্দারও পরিচিত মুখ লতা। ‘বিবাহ’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘ভুল ভুলাইয়া ২’-এর মতো সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস