advertisement
advertisement
advertisement.

নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২৩ ০১:১৬ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ০১:১৬ পিএম
প্রতীকী ছবি
advertisement..

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ারে কাজ করার সময় সেটি ভেঙে পড়ে মো. আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও এক শ্রমিক।

গতকাল রোববার বিকেল মাতুয়াইল মৃধাবাড়ীস্থ বর্জ্য ব্যবস্থাপনা প্রজেক্টের পূর্ব উত্তর কর্নারে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। মো. আমিন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে।

advertisement

জানা গেছে, নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার ভেঙে ওপর থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন আমিন ও ফেলু। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল ও সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেক শ্রমিক মো. আব্দুল্লাহ শেখ ফেলুকে (২৩) প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’