advertisement
advertisement
advertisement.

নেতানিয়াহুর বিপক্ষে এবার ইসরায়েলের প্রেসিডেন্ট!

অনলাইন ডেস্ক
২৭ মার্চ ২০২৩ ০১:৩৩ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ০৩:৩২ পিএম
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
advertisement..

বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে কথা বলায় প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে কথা বললেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তিনিও শিগগিরই বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। খবর সিএনএনের।

তিনি বলেন, ‘পুরো বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে আছে। ইসরায়েলের জনগণের ঐক্যের স্বার্থে, অপরিহার্য দায়িত্বের খাতিরে, আমি আপনাকে অবিলম্বে আইন প্রণয়ন প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

advertisement

এর আগে আইজ্যাক হারজোগ বলেছিলেন, ‘সরকারের এই পরিকল্পনা বিপথগামী, নৃশংস এবং আমাদের গণতন্ত্রের অবমূল্যায়ন।’ এতে করে ইসরায়েল গৃহযুদ্ধের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

এদিকে, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার প্রতিবাদের জেরুজালেম এবং তেলআবিবে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রতিবাদ করেন। তাদের হটাতে পুলিশ এবং সেনাবাহিনী জল কামান ব্যবহার করে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে নেতানিয়াহুর বাড়ির সামনে সমাবেশের পর ইসরায়েলের পতাকা উড়িয়ে এবং হাড়ি-কড়াই পিটিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। তারা পুলিশকে এড়িয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পৌঁছান।