রুশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশে এক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। আজ সোমবার বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রোববার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কিরেয়েভস্ক শহরে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, এটি ভূপাতিতের পর বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন। এর আগে ইউক্রেন রুশ ভূখণ্ডে বিস্ফোরক ড্রোন দিয়ে হামলা চালানোর কথা প্রত্যাখ্যান করেছে। এছাড়া রাশিয়ার নতুন এ দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
তবে যুদ্ধে রাশিয়া ইউক্রেনে শত শত ড্রোন মোতায়েন করেছে। রুশ কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় সময় ৩ টা ২০ মিনিট নাগাদ তারা বিস্ফোরকসহ একটি ড্রোন ভূপাতিত করেছে।
এ ছাড়া ইউক্রেনের ড্রোনে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আহত তিনজনের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে রাশিয়া।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বিরুদ্ধে হামলা চেষ্টার অভিযোগ করেছেন।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৯৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন সংঘাত পরমাণু যুদ্ধে রূপ নিচ্ছে?