ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। বিক্ষোভ সংঘর্ষে উত্তাল দেশটি। সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে কথা বলায় গতকাল রোববার প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন নেতানিয়াহু। এতে করে বিক্ষোভ আরও ফুঁসে উঠেছে দেশটিতে। খবর বিবিসি ও আল-জাজিরার।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের খবর প্রকাশ্যে আসার পর গতকাল রোববার ইসরায়েলের বিভিন্ন শহরজুড়ে অন্তত এক লাখ মানুষ প্রতিবাদে নামে।
তেল আবিবে প্রতিবাদকারীরা প্রধান হাইওয়ে বন্ধ করে দেয় এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রতিবাদ করেন। এ সময় তাদের হটাতে পুলিশ এবং সেনাবাহিনী জল কামান ব্যবহার করে।
বিবিসি বলছে, বিক্ষোভকারীদের অনেকে নেতানিয়াহুর বাড়ির সামনে সমাবেশের পর ইসরায়েলের পতাকা উড়িয়ে এবং হাড়ি-কড়াই পিটিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। তারা পুলিশকে এড়িয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পৌঁছান।
বেনিয়ামিন নেতানিয়াহু তার বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা স্থগিত না করলে আজ সোমবার দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন দেশব্যাপী আন্দোলনের হুমকি দিয়েছে।
বার ডেভিড বলেছেন, আপনি যদি আজ সংবাদ সম্মেলনে আপনার মতামত পরিবর্তনের ঘোষণা না দেন তাহলে আমরা আন্দোলনে যাবো। এ ছাড়া আল-জাজিরা বলছে, সংস্কারের এ পরিকল্পনা নিয়ে সংকটে রয়েছে ইসরায়েল।
ইতোমধ্যে নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তিনিও শিগগিরই বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘পুরো বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে আছে। ইসরায়েলের জনগণের ঐক্যের স্বার্থে, অপরিহার্য দায়িত্বের খাতিরে, আমি আপনাকে অবিলম্বে আইন প্রণয়ন প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
এর আগে আইজ্যাক হারজোগ বলেছিলেন, ‘সরকারের এই পরিকল্পনা বিপথগামী, নৃশংস এবং আমাদের গণতন্ত্রের অবমূল্যায়ন।’ এতে করে ইসরায়েল গৃহযুদ্ধের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।