advertisement
advertisement
advertisement.

এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনলাইন ডেস্ক
২৭ মার্চ ২০২৩ ০৮:৫৭ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১০:২৭ পিএম
এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে আগুন লেগেছে। ফাইল ছবি
advertisement..

রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ইউনিট যোগ দেয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।’

advertisement

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন বলেন, ‘আমরা পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পাই। মার্কেটে আগুন লাগার সময় ক্রেতা-বিক্রেতা অনেকেই ছিলেন। তবে আমার জানামতে ভেতর থেকে সবাই বের হয়ে আসতে পেরেছেন।’

তিনি বলেন, ‘আমাদের ধারণা এসি থেকে, নয়তো কোনো দোকানের শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। মার্কেটটিতে মূলত কম্পিউটারের দোকান রয়েছে।’

আরও পড়ুন: 

ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা দিচ্ছে ডিএনসিসি

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

জয়কালী মন্দির সুইপার কলোনিতে আগুন, হানিফ ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত