advertisement
advertisement
advertisement.

বললেন গণতন্ত্র মঞ্চ নেতারা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আবারও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৩ ১২:৩২ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১২:৩২ এএম
গতকাল সোমবার সভা করে গণতন্ত্র মঞ্চ। ছবি: আমাদের সময়
advertisement..

আন্তর্জাতিক চাপে গত বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে বলে মন্তব্য করেছে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ। গতকাল সোমবার এক সভা শেষে এই মন্তব্য করে যুগপৎ আন্দোলনে থাকা এই রাজনৈতিক জোট। জোটের অন্যতম শরীক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন’র প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিতে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চ জানায়, সভায় নওগাঁয়ে র‌্যাব হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছেন নেতারা। তারা বলেন, আন্তর্জাতিক চাপে গত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে সারাদেশে পাঁচজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার আবারও গুম, খুন, হত্যা, নির্যাতন, গ্রেপ্তার শুরু করেছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

advertisement

সভায় আগামী ৩ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই সভায় আরও অংশ নেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মুহম্মদ রাশেদ খাঁন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।