advertisement
advertisement
advertisement.

যুক্তরাষ্ট্রের স্কুলে হামলাকারীর লিঙ্গ পরিচয় নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক
২৮ মার্চ ২০২৩ ০২:১৮ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ০২:১৮ পিএম
পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী
advertisement..

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে এক প্রাইমারি স্কুলে গুলি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও তিনজন প্রাপ্ত বয়স্ক। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তবে হামলাকারীর লিঙ্গ পরিচয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ গতকাল প্রথমে জানায়, হামলাকারী ২৮ বছর বয়সী নারী অড্রে এলিজাবেথ হেল। তবে পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ন্যাশভিলের পুলিশ প্রধান জানান, অড্রে এলিজাবেথ হেল একজন ট্রাসজেন্ডার।

advertisement

তবে হেল তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন।

এদিকে আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশভিলের বাসিন্দা হেলের বাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালে শহরের কোভেন্যাট স্কুলে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্কুলটিতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এবং শিক্ষার্থীর সংখ্যা ২০০ জন।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ওই তিন শিশুর বয়স ৯ বছর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন এবং প্রাপ্তবয়স্কদের বয়স ছিল ৬০ বছর। হামলাকারী হেলও ওই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে তরুণীর হামলা, নিহত ৬