রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের শেষ সময় ছিল গতকাল সোমবার রাত ১২টা পর্যন্ত। গত ১৫ মার্চ দুপুর ১২টা থেকে এই আবেদন শুরু হয়।
১৩ দিনে মোট আবেদন জমা পড়েছে ৪ লাখ ১ হাজার ৪১৪টি। আগামী ৯ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। এর আগে উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের জন্য উত্তীর্ণ প্রার্থীদের মনোনিত করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে আবেদনকারীদের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তিনটি ইউনিট মিলিয়ে মোট আবেদন জমা পড়েছে ৪ লাখ ১ হাজার ৪১৪ টি। এর মধ্যে মানবিক বিভাগভুক্ত ‘এ’ ইউনিটে ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, বাণিজ্য বিভাগভুক্ত ‘বি’ ইউনিটে ৯৮ হাজার ৬৪৪টি এবং বিজ্ঞান বিভাগভুক্ত ‘সি’ ইউনিটে ১ লাখ ৫৪ হাজার ১৬০টি আবেদন জমা পড়েছে।
একজন শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটে আবেদন করতে পারছেন। সেই হিসেবে স্বতন্ত্র আবেদনকারীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ২৭৩ জন। প্রযুক্তিগত কারণে এই সংখ্যা কিছুটা এদিক-ওদিক হতে পারে বলেও জানান অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।
প্রসঙ্গত, প্রাথমিক আবেদন শেষে উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ভর্তিচ্ছুরা চূড়ান্ত আবেদন করতে পারবেন। আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের আবেদন শুরু হবে। চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। চারটি ধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন করা হবে।
এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনটি (এ, বি, সি) ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।