advertisement
advertisement
advertisement.

রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ সু চির দল

অনলাইন ডেস্ক
২৯ মার্চ ২০২৩ ০৯:২৮ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ০১:০৮ পিএম
অং সান সু চি
advertisement..

মিয়ানমারে অং সান সু চির রাজনৈতিক দল এনএলডিকে বিলুপ্তি ঘোষণা করলো সেনাশাসিত নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিবন্ধনে ব্যর্থ হওয়ায় সু চির দল নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ পড়ছে।

খবরে বলা হয়েছে, একইদিন আরও ৩৯টি দলকে বিলুপ্ত ঘোষণা করে কমিশন। জানুয়ারি মাসে আসন্ন নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের নির্দেশ দিয়েছিল জান্তা সরকার। সঙ্গে জুড়ে দেওয়া হয় কঠোর শর্ত আর দুই মাস সময়। কোনোভাবেই সরকারের এ আচরণ নিরপেক্ষ ও সুষ্ঠু ছিল না বলে অভিযোগ করছেন বিরোধীরা।

advertisement

দল বিলোপ ঘোষণার প্রতিক্রিয়ায় এনএলডি জানায়, সেনাপ্রধান অবৈধ নির্বাচনের ডাক দিয়ে নাটক সাজিয়েছে। তাতে অংশ নেয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া দলের শীর্ষ নেতারা কারাবন্দি; তাদের মামলার শুনানি চলছে। বাকি কর্মী-সমর্থকদেরও নির্যাতনের পাশাপাশি দেওয়া হচ্ছে হত্যার হুমকি।

১৯৮৮ সালে এনএলডি প্রতিষ্ঠা করেন করেন সু চি। ১৯৯০ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। কিন্তু তৎকালীন জান্তা ফল প্রত্যাখ্যান করে। ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে সেনা-সমর্থিত দলের বিরুদ্ধে জয় পায় এনএলডি।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় বসে সেনাবাহিনী। এরপরই বিরোধী মত দমনে ব্যাপক ধরপাকড় চালানো হয়।