পবিত্র মাহে রমজান রহমত, বরকত ও ক্ষমা লাভের মাস। এ মাস উপলক্ষে ‘দৈনিক আমাদের সময়ে’র পাঠকদের জন্য বিশেষ আয়োজন ইসলামিক আলোচনা বিষয়ক অনুষ্ঠান কনকা এলইডি অ্যানড্রইড টিভি নিবেদিত ‘রমজানের সময়’। প্রতিদিনের এ আলোচনায় অংশ নিচ্ছেন দেশের খ্যাতিমান আলেম ও ইসলামি চিন্তাবিদগণ।
এবারে ‘রমজানের সময়’ পর্ব-৫ এর বিষয় ছিল- রোজা ভঙ্গের কারণ কী কী? আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকার জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার শিক্ষক মুফতি আবুল ফাতাহ কাসেমী। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন- মুফতি হুমায়ুন আইয়ুব।
অনুষ্ঠানে রমজানে সাধারণ কিছু ভুল নিয়ে আলোচনা করেছেন মুফতি আবুল ফাতাহ কাসেমী। বিশেষ করে কোন সময় পর্যন্ত সেহেরি খাওয়া যায়, যেকোনো পরিস্থিতিতে রোজা রাখা যাবে কি না, কেউ ভ্রমণে গেলে রোজা রাখতে পারবেন কি না, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে কি না, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি না প্রভৃতি আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
বিস্তারিত দেখুন ভিডিওতে
অনুষ্ঠানটি দেখা যাবে প্রতিদিন বিকেল ৫টায়। ইসলামের সুমহান বার্তা সবার কাছে পৌঁছে দিতে নিয়মিত থাকবে এ উদ্যোগ। রমজানবিষয়ক এ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন দৈনিক আমাদের সময় ডিজিটাল প্লাটফর্ম-ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রমজানে মাসব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সঙ্গে ধাকার জন্য ধন্যবাদ।