এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী। দীর্ঘদিন ধরে এই অভিনেত্রী আছেন পর্দার আড়ালে। দুই মেয়ে রাবিয়াহ ও আরিশা’কে নিয়ে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মাঝে বেশ কয়েকবার দেশর আসলেও তার দেখা মেলেনি ক্যামেরায়।
অবশেষ দীর্ঘ ১৩ বছর পর ভক্তদের সুখবর দিলেন রং নাম্বার’খ্যাত এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের ঈতে আয়োজন ‘রাঙা সকাল’-এর অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। এই আয়োজনে শ্রাবন্তী জানাবেন, কেন তিনি অভিনয় থেকে প্রায় এক যুগের বেশি সময় ধরে দূরে ছিলেন। জানাবেন, ব্যক্তি জীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা।
আরও পড়ুন: ৪৩ কেজি ওজন কমিয়ে আলোচনায় শ্রাবন্তী
গত বছর সামাজিকমাধ্যমে সবাই দেখেছেন, ৪৩ কেজি ওজন ঝরিয়ে নতুন রূপে হাজির হয়েছেন তিনি। শরীর ভালো থাকলে, মনও ভালো থাকে-শুধুমাত্র সেজন্যই বাড়তি ওজন কমিয়েছিলেন তিনি। তবে ‘রাঙা সকাল’-এ শ্রাবন্তী জানাবেন, সামনের দিনগুলো নিয়ে তার নতুন পরিকল্পনার কথা।
রুম্মান রশীদ খান ও খালেদা’র সঞ্চালনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের চতুর্থ দিন সকাল ৭টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।
আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে ঢাকায় শ্রাবন্তী
এদিকে, সর্বশেষ এই অভিনেত্রীকে পর্দায় দেখা গেছে ২০১০ সালে নুরুল আলম আতিকের ‘ডালিম কুমার’ নাটকে। তবে শেষ কবে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, শ্রাবন্তী নিজেও তা মনে করতে পারেননি। অনুমান করে জানান, ১৬-১৭ বছর তো হবেই।