advertisement
advertisement
advertisement.

‘রুচির দুর্ভিক্ষ’র কারণে প্রশ্নের মুখে মামুনুর রশীদ!

বিনোদন প্রতিবেদক
২৯ মার্চ ২০২৩ ০২:০৫ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ০৪:২৭ পিএম
নাট্যজন মামুনুর রশীদ
advertisement..

বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’

গুণী এই নাট্যজনের এমন বক্তব্যের পর ফেসবুক লাইভে আসেন হিরো আলম। মামুনুর রশীদ উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গত রোববার একটি সাক্ষাৎকারে দেশের স্বনামধন্য নাট্যজন শ্রদ্ধেয় মামুনুর রশীদ স্যার আমাকে নিয়ে অনেক কথা বলেছেন। আমি অতিক্ষুদ্র মানুষ। সততা ও সৎসাহসই আমার একমাত্র সম্বল। আমাকে নিয়ে যাঁদের রুচি হয় না, সেই রুচিবান লোকেরা হিরো আলমকে তৈরি করেননি। এ জন্য রুচিবানেরা বাংলাদেশে রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দেন।’

advertisement

আরও পড়ুন: মামুনুর রশিদের কথার পাল্টা জবাব দিলেন হিরো আলম

এই ‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। এ নিয়ে কথাও বলেছেন, শোবিজের অনেক তারকা। এবার এই ‘রুচির দুর্ভিক্ষ’র কারণে গুণী এই মানুষটিকে নিয়ে অনুষ্ঠান করছেন শাহরিয়ার নাজিম জয়।

জয়ের উপস্থাপনায় ‘১৩টি প্রশ্ন’র এবারের আয়োজনে অতিথি হয়েছেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। যা প্রচার হবে আজ বুধবার রাত ১০টায় চ্যানেল আইয়ে। জানা গেছে, আজকের অনুষ্ঠানের ১৩টি প্রশ্নের মধ্যে থাকছে হিরো আলমকে নিয়েও একটি প্রশ্ন।