advertisement
advertisement
advertisement.

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় হবু স্ত্রীকে খুন

অনলাইন ডেস্ক
২৯ মার্চ ২০২৩ ০৮:৩৭ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ০৮:৩৭ পিএম
প্রতীকী ছবি
advertisement..

বিয়ের আগে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় হবু স্ত্রীকে খুন করেন এক যুবক। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জে এমন ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত মউমিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার হবু স্ত্রী নাদিমা খাতুনকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার নাদিমা খাতুনের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার হয়েছিল। জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মউমিন নামে এক যুবকের সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। তারপরই নাদিমার মৃত্যু হয়।

advertisement

প্রথম থেকেই এটিকে খুন হিসেবে ধারণা করছিল পুলিশ। তবে কী কারণে খুন তা প্রথমে বুঝে উঠতে পারেনি তারা। তদন্ত নামে পুলিশ মউমিনকে গ্রেপ্তার করে। এরপর মউমিন খুনের কথা স্বীকার করেন।

পুলিশ জানিয়েছে, প্রমাণ গায়েব করার জন্য নাদিমার ওড়না এবং মোবাইল ফোন পুকুরে ফেলে দেন মউমিন। যাতে মনে হয় পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায় নাদিমাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপর তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনার তদন্ত নেমে পুলিশ মউমিনের মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পারে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত হবু বউয়ের বাড়ির কাছাকাছি ঘোরাফেরা করছিলেন তিনি। বিয়ের আগে নাদিমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি নাদিমা। এরপর রাগের মাথায় মউমিন নাদিমাকে শ্বাসরোধ করে খুন করেন বলে দাবি পুলিশের।

এদিকে, গ্রেপ্তার মউমিন পুলিশ হেফাজতে রয়েছেন। পুকুর থেকে নাদিমার ওড়না এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়ে। এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন হাতে পেলে তা আদালতে জমা দেবে পুলিশ।