advertisement
advertisement
advertisement.

চিলিতে মানবদেহে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত

অনলাইন ডেস্ক
৩০ মার্চ ২০২৩ ১২:২৫ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১২:২৫ পিএম
প্রতীকী ছবি
advertisement..

প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে মানুষের শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল বুধবার চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তার মধ্যে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণও রয়েছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। ওই রোগীর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও আক্রান্ত হয়েছেন কি না, সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

advertisement

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষের দিকে চিলিতে বন্য প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ দেখা দেয়। এরপর পোল্ট্রি ফার্মের প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু দেখা দিলে চিলি সরকার পোল্ট্রি রপ্তানি বন্ধ করে দেয়। সম্প্রতি আর্জেন্টিনার পোল্ট্রি শিল্পেরও বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। তবে পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ব্রাজিলে এখনো বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি।

চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বার্ড ফ্লু ভাইরাসটি পাখি বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। তবে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।