নামাজ একজন মুসলিমের জন্য অবশ্যই ফরয কাজ। একমাত্র নামাজের মাধ্যমেই মহান রাব্বুল আলামিনের কাছাকাছি আসা যায়। এর মাধ্যমেই বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পায়। নামাজ ফারসি শব্দ। আরবিতে একে বলা হয় সালাত।
নামাজ বা সালাত যা-ই বলি, ইসলামি পরিভাষায় সেটা মূলত বোঝায় আল্লাহর নির্দেশে নির্ধারিত নিয়মে প্রতিদিন পাঁচবার ইবাদত করার একটি পদ্ধতি। সালাত ফরজ হওয়ায় প্রত্যেক মুসলিমকে প্রতিদিনই পাঁচবার নামাজ আদায় করতেই হবে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ করা নামাজের স্থায়ী ক্যালেন্ডার এর সময়সূচি অনুসারে দেখে নিন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি।
আজ বৃহস্পতিবার, ১১ মে ২০২৩, (২০ শাওয়াল ১৪৪৪ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি।
আরও পড়ুন: জামাতে নামাজ আদায়ের গুরুত্ব
জোহর: ১১টা ৫৯ মিনিট।
আসর: ৪টা ৩১ মিনিট।
মাগরিব: ৬টা ৩৩ মিনিট।
এশা: ৭টা ৫৪ মিনিট।
ফজর (১২ মে): ৩টা ৫৫ মিনিট।
বিভাগীয় শহরের জন্য-
চট্টগ্রাম: ৫ মিনিট বিয়োগ করতে হবে।
সিলেট: ৬ মিনিট বিয়োগ করতে হবে।
এছাড়া-
খুলনা: ৩ মিনিট যোগ করতে হবে।
রাজশাহী: ৭ মিনিট যোগ করতে হবে।
রংপুর: ৮ মিনিট যোগ করতে হবে।
বরিশাল: ১ মিনিট যোগ করতে হবে।