অনলাইন সম্প্রচার প্রতিষ্ঠান ডিজনি প্লাস চলতি বছরের প্রথম তিন মাসেই ৪০ লাখ গ্রাহক হারিয়েছে। কোম্পানিটির মূল প্রতিষ্ঠান ডিজনি এই তথ্য দিয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে ৪শ’ মিলিয়ন ডলার।
মিকি মাউস, দ্য স্টার ওয়ারস ও মার্বেলের মতো জনপ্রিয় চরিত্র ও সিনেমা তৈরি করা কোম্পানিটি এ কারণে অনেকটা বিপাকে পড়েছে। ব্যয় কমাতে কর্মী ছাটাইয়ের পথে নেমেছে প্রতিষ্ঠানটি। শেয়ার বাজারেও ধসের মুখে আছে ডিজনি প্লাস।
এছাড়া ডিজনি তার সাম্প্রতিক খরচ কমানোর অংশ হিসাবে মেটাভার্স বিভাগটি বন্ধ করে দিয়েছে।
ডিজনি সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে এশিয়ায়। ফি বাড়ানোয় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও তিন লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে তারা।
তবে গ্রাহক কমে যাওয়া সত্ত্বেও, প্রতিষ্ঠানটির সিইও বব ইগার ত্রৈমাসিকে কোম্পানির পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি স্ট্রিমিং ব্যবসার উন্নত আর্থিক ফলাফলকে টেকসই বৃদ্ধি এবং সাফল্যের জন্য ডিজনির অবস্থানে কৌশলগত পরিবর্তনের জন্য দায়ী করেছেন।
‘চলচ্চিত্র থেকে টেলিভিশন, খেলাধুলা, সংবাদ এবং আমাদের থিম পার্কে, আমরা আমাদের কার্যক্রমে আরও দক্ষ, সমন্বিত এবং সুবিন্যস্ত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য বিতরণ চালিয়ে যাচ্ছি,’ বলেন তিনি।