advertisement
advertisement
advertisement.

কৃত্রিম মেধার সাহায্যে বিজ্ঞাপন তৈরি, চমকে গেল বিশ্ব (ভিডিও)

প্রযুক্তি ডেস্ক
১১ মে ২০২৩ ০২:২৪ পিএম | আপডেট: ১১ মে ২০২৩ ০৩:০০ পিএম
ছবি: সংগৃহীত
advertisement..

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে সৃষ্টি করেছে কৌতূহল। কৃত্রিম এ মেধা আশীর্বাদ না অভিশাপ, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এআই-এর কারণে বিশ্বজুড়ে অনেক পেশাদারের চাকরি চলে যেতে পারে। কর্মক্ষেত্রে তৈরি হতে পারে শূন্যস্থান।

সম্প্রতি ঐতিহাসিক বা বিখ্যাত চরিত্রদের ছবি বানিয়ে হৈ চৈ ফেলে দিয়েছে এআই। এবার কৃত্রিম মেধা বানিয়ে ফেলেছে বিজ্ঞাপনী ভিডিও। যে বিজ্ঞাপন দেখে হতবাক সাধারণ মানুষ।

advertisement

কলেজে ভর্তির জন্য চিঠি লেখা থেকে শুরু করে গান বানানো, কৃত্রিম মেধা চমক দেখাচ্ছে সর্বক্ষেত্রে। লন্ডনভিত্তিক একটি প্রযোজনা সংস্থা, এআইয়ের সাহায্যে পরীক্ষামূলকভাবে কোনো পেশাদার অভিনেতা ছাড়াই একটি বিয়ারের বিজ্ঞাপন বানিয়েছে।

গত ২৪ এপ্রিল ‘সিন্থেটিক সামার’ শিরোনামের এই বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে এনেছে সংস্থাটি। যা দেখার পর সাধারণ মানুষের মধ্যে হৈ চৈ পড়ে গেছে।

এআই সৃষ্ট এই বিজ্ঞাপন তৈরিতে কোনো অভিনেতা-অভিনেত্রীর সাহায্য নেওয়া হয়নি। বিজ্ঞাপনের চরিত্রগুলো দেখে হুবহু মানুষ বলে মনে হলেও সেগুলো আসলে তৈরি হয়েছে কৃত্রিম মেধার সাহায্যে।

আরও পড়ুন: তিন মাসে ৪০ লাখ গ্রাহক হারিয়েছে ডিজনি প্লাস

বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন ক্রিস বয়েল এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন হেলেন পাওয়ার।

ভিডিওটি ইনস্টগ্রামে পোস্ট করে লেখা হয়েছে, ‘এটি একটি কাল্পনিক বিয়ারের বিজ্ঞাপন। এই ভিডিওর কোনো চরিত্র বাস্তবে নেই। তবে আপনি ভবিষ্যতে এই বিয়ার পান করতে পারেন।’

ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির প্রাঙ্গণে পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টির মধ্যে বিয়ার হাতে উল্লাস করছেন একদল যুবক-যুবতী। সবার হাতেই রয়েছে নীল রঙের বোতলে ভরা একই ব্র্যান্ডের বিয়ার।

বিজ্ঞাপনে থাকা চরিত্রগুলিকে বিয়ার হাতে বিভিন্ন ভঙ্গিমায় ফূর্তি করতে, নাচতে, গাইতে দেখা গেছে। কৃত্রিম মেধার তৈরি ভিডিওটি এক ঝলক দেখে স্বাভাবিক বলে মনে হলেও ভালো করে দেখলে যে কেউ ভয় পাবেন। কারণ, তাদের সকলের মুখ বিকৃত।

ভিডিওতে কারও মুখ বেঁকে গেছে তো কারও চোখ উপর-নীচে হয়ে গেছে। তারা একে অপরের সঙ্গে যেভাবে কথা বলছেন তা-ও স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আরও পরিস্কার হয়েছে।

সারাজীবন কৃত্রিম মেধা নিয়ে কাজ করার পর নিজের এ কাজ নিয়ে সম্প্রতি অনুশোচনা করেছেন বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী তথা কৃত্রিম মেধা তৈরির ‘গডফাদার’ জিওফ্রে হিন্টন।

তিনি জানিয়েছেন, সমাজের একাংশ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করেছে। ভুয়া ছবি এবং খবর তৈরিতে যেভাবে এআই ব্যবহার করা হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হিন্টন।

তিনি উল্লেখ করেছেন, এআই শিল্পে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে সকলেই নতুন নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন। ফলে এর অপব্যবহারকে ঠেকানো অসম্ভব হয়ে উঠছে। তার দাবি, কৃত্রিম মেধা বিশ্বকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে।