advertisement
advertisement
advertisement.

‘মোখা’ মোকাবিলায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ প্রস্তুতি

কক্সবাজার প্রতিনিধি
১২ মে ২০২৩ ০৮:৩২ পিএম | আপডেট: ১২ মে ২০২৩ ০৮:৪৯ পিএম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত
advertisement..

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সাগর। ঘূর্ণিঝড় মোকাবিলায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। ভূমিধস ও বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. সামছুদ্দৌজা নয়ন।

আজ শুক্রবার কক্সবাজার জেলা কার্যালয়ের প্রস্তুতি সভায় তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন ও বিশ্ব খাদ্য কর্মসূচিসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্টসহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।  

advertisement

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া প্রস্তুত থাকতে বলা হয়েছে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগের জরুরি মেডিকেল টিম ও মোবাইল মেডিকেল টিমকে।

আরও পড়ুন: ধেয়ে আসছে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি

কুতুবদিয়া উপজেলার ধুরং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী জানিয়েছেন, কুতুবদিয়ার বেশিরভাগ বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। তাই দ্বীপের মানুষগুলো উৎকণ্ঠায় রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দূর্যোগকালীন সময় ২৫ লাখ নগদ টাকা রাখা হয়েছে। যার মধ্যে ১০ লাখ টাকা উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে ৫ দশমিক ৯০ মেট্রিক টন চাল,  ৩ দশমিক ৫ মেট্রিক টন টোস্ট বিস্কুট, ৩ দশমিক ৪ মেট্রিক টন শুকনা কেক, ১৯৪ বান্ডিল ঢেউটিন, ২০ হাজার প্যাকেট স্যালাইন ও ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র, ১০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ঝুঁকিপূর্ণদের আশ্রয়কেন্দ্রে আনা হবে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’ কোথায়, দেখুন সরাসরি

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’, সেন্টমার্টিন ছাড়ছে মানুষ

সিডরের মতোই বিধ্বংসী হতে পারে ‘মোখা’