ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে আজ শনিবার সকাল ৭টা থেকে আগামীকাল রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোর্তজা হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার এলাকায় ৮ নম্বর মহাবিপৎসংকেত দেওয়ার পর শনিবার সকাল সাতটা থেকে রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
গোলাম মর্তুজা জানান, ‘সাধারণত প্রতিদিন সকাল সাতটায় বিমানবন্দর খুলে দেওয়া হয়। কিন্তু আজ শনিবার সকালে বিমানবন্দর খুলে দেওয়া হয়নি।’
কক্সবাজার বিমানবন্দরে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে রাখতে ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো বিমানবন্দরজুড়ে। সেই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক।
আরও পড়ুন: শাহ আমানতে আজ সকাল থেকে বিমান ওঠানামা বন্ধ
এদিকে শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
এ অবস্থায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।