ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি) লোকবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ একটি পদে লোকবল নিচ্ছে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
পদের সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে অনুরূপ সিজিপিএ বা সমমানের স্নাতক ডিগ্রি কিংবা অনুরূপ সিজিপিএ বা সমমানের ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অথবা ইকোনমিকস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। অন্যূন ২০ বছর কর্ম-অভিজ্ঞতা, এর মধ্যে অন্যূন ৩ বছর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে কর্ম/অভিজ্ঞতাসহ অংশীদারি নেতৃত্ব প্রদানে সক্ষমতা থাকতে হবে। সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: ১,৭৫,০০০ টাকা। মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা। এছাড়া উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, চিকিৎসা ভাতা, যৌথ বিমা, সার্বক্ষণিক গাড়ির সুবিধা, টেলিফোন ভাতা, ভবিষ্যত তহবিল, গ্র্যাচুইটি, পেনশন, বার্ষিক বেতন বৃদ্ধি ইত্যাদিসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
আবেদন যেভাবে: আবেদনের সঙ্গে প্রার্থীদের জীবনবৃত্তান্ত; শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ; পাসপোর্ট সাইজের সদ্য তোলা তিন কপি রঙিন ছবি; জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ; নাগরিকত্ব সনদ; চারিত্রিক সনদের (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত) এক কপি সত্যায়িত ছায়ালিপি সংযুক্ত করে পাঠাতে হবে কোম্পানি সচিব, ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি), বাসা নম্বর-০৪, সড়ক নম্বর-২১, সেক্টর-০৪, উত্তরা, ঢাকা-১২৩০- এই ঠিকানায়।
আবেদন ফি: আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ১,০০০ টাকা পে-অর্ডার করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।