advertisement
advertisement
advertisement.

আত্মহত্যা নিয়ে তথ্য খুঁজলে যে বার্তা দেবে গুগল

অনলাইন ডেস্ক
১৬ মে ২০২৩ ১২:৩৯ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩ ১২:৩৯ পিএম
প্রতীকী ছবি
advertisement..

আত্মহত্যা বিষয়ক কোনো তথ্য খুঁজলে সচেতনতামূলক বার্তা দেবে সার্চ ইঞ্জিন গুগল। মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্প্রতি গুগল এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল।

গুগল জানিয়েছে, আত্মহত্যা বিষয়ে অনুসন্ধান করলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য বিষয়ক সরকারি সাহায্য বার্তা পাঠানো হবে। মানসিক অশান্তিতে থাকার কারণে মানুষ নিজের অনুভূতি অন্যের কাছে প্রকাশ করতে পারে না, তখন এই প্রযুক্তিতে সচেতনতা বার্তাগুলো তাদের সাহায্য করবে।

advertisement

গুগলের ভোক্তা এবং মানসিক স্বাস্থ্য পরিচালক মেগান জোন্স বেল বলেন, ‘মানুষ তার দুর্বল মুহূর্তগুলোতে গুগলে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে থাকে। এই নতুন পদ্ধতিতে মানুষকে মানসিকভাবে সুস্থ রাখতে এবং ভরসা দেওয়ার প্রক্রিয়া সহজ করবে।’

আরও পড়ুন: পূর্ণিমায় আত্মহত্যা বেড়ে যায়

এই প্রক্রিয়ায়, মানুষ আত্মহত্যা বিষয়ে সার্চ করলে তা সুইসাইড অ্যান্ড ক্রাইসিস লাইফলাইন ‘৯৮৮’ প্রদর্শন করবে, যা গুগল বিগত বছরগুলো থেকে করে আসছে।

গুগল এই প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন সংস্থার সঙ্গে পরামর্শ করে তৈরি করেছে। ব্যবহারকারীদের ব্যবহারের সুবিধার্থে কিছু সহায়ক বার্তা তৈরি করা হয়েছে যেমন, ‘আমি এই মুহূর্তে সমস্যায় আছি, কারো সঙ্গে যোগাযোগ করতে চাই। আমরা কি চ্যাট করতে পারি?’ বা ‘কেউ ফ্রি থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ, আমি একা এবং আত্মঘাতী বোধ করছি। আমার কিছু জরুরি সহায়তা লাগবে।’ ওইসব বার্তায় চাপ দিলে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা লাইফলাইনের সঙ্গে চ্যাট করতে সমর্থ হবে।

এই সুবিধা ডেস্কটপ কম্পিউটারের সার্চে কাজ করবে কিনা বা করলে কীভাবে, তা সম্পর্কে এখনও কোনো ধারণা দেয়নি গুগল।