ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘ব্লু টিক’ নিতে এখন অর্থ খরচ করতে হবে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের। মাসে ৯.৯ পাউন্ড বা ১ হাজার ৩৩৭ টাকা গুনতে হবে তাদের। এমন ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
এর আগে টুইটারে ব্লু টিক নেওয়ার জন্য মাসিক ফি নির্ধারণ করেন ইলন মাস্ক। প্রাথমিকভাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অর্থের বিনিময়ে পরিষেবাটি চালু করে টুইটার। এখন সেই পথেই হাঁটছেন মার্ক জাকারবার্গ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্লু টিক পেতে ব্যবহারকারীদের কিছু শর্তের কথা জানিয়েছে মেটা। এ জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। একইসঙ্গে আবেদনের সময় তাকে জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। এরপর আবেদনকারীরা একটি চিঠি পাবেন। তারপরই এই পরিষেবা চালু হবে।
মেটা বলছে, সব শর্ত পূরণ হলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা একটি ভেরিফায়েড ব্যাজ পাবেন। এর মাধ্যমে ওই ব্যবহারকারীর আইডি বা পেজটি নির্দিষ্ট করা সম্ভব হবে।
প্রসঙ্গত, মেটা যুক্তরাজ্যে নতুন করে ফিচারটি চালুর ঘোষণা দিলেও আগে থেকেই সেবাটি চালু আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
আরও পড়ুন:
জিমেইলেও মিলছে ‘ব্লু টিক’, খরচ কত?
টাকাতেই মিলবে ফেসবুকে ব্লু ব্যাজ
ব্লু টিকের জন্য আট ডলার ফি বাতিল করল টুইটার