advertisement
advertisement
advertisement.

মাদ্রাসার স্থগিত দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৩ ১০:০০ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩ ১০:০০ পিএম
প্রতীকী ছবি
advertisement..

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আগামী ২৫ মে অনুষ্ঠেয় দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত করা দাখিল পরীক্ষারও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিয় গণিত পরীক্ষা স্থগিত করা হয়। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ মে রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

advertisement

এর আগে মোখার কারণে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের গত ১৪ মে’র দাখিল ইংরেজি প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হয়। নতুনসূচি অনুযায়ী, ২৭ মে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি প্রথমপত্র অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।