এ বছর প্রথম হজ ফ্লাইট আগামীকাল রোববার শুরু হচ্ছে। এদিন ভোর ৩টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। বাংলাদেশি হাজিদের স্বাগত জানতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মক্কা ও মদিনা বাংলাদেশ হজ মিশন।
হাজিদের চলাফেরা নির্বিঘ্ন রাখতে মক্কা ও মদিনায় অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর এবার বাংলাদেশসহ বিশ্বের ৩০ লাখ মুসল্লি হজ পালন করার সুযোগ পাচ্ছেন।
হোটেল ব্যবসায়ী কাশেদুর রহমান জানান, বাংলাদেশি হাজিদের বেশি চাহিদা থাকে বাংলাদেশি অধ্যুষিত মিসফালা এলাকা। তবে এখানে অনেক ভবন ভেঙে বড় বিল্ডিং তৈরির কাজ চলছে। তাই মিসফালা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই।
হজ এজেন্সি মালিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হক ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান মাহমুদুল হক পেয়ারু জানান, এজেন্সি মালিকরা মক্কা ও মদিনায় হোটেল ভাড়ার কাজ প্রায় শেষ করেছে।
আরও পড়ুন: সরকারি খরচে হজে যাচ্ছেন ২৩ জন
কাউন্সিল হজ এজেন্সির মালিক মোহাম্মদ জহিরুল ইসলাম দৈনিক আমাদের সময়কে জানান, মক্কা-মদিনা বাংলাদেশ থেকে সরকারিভাবে আসা হাজিদের বাড়িভাড়া সম্পূর্ণ হলেও পিছিয়ে রয়েছে বেসরকারি এজেন্সিগুলো।
এদিকে গত ১৫ মে থেকে ওমরা করতে যাওয়া ব্যক্তিদের আবাসিক পারমিট ছাড়া মক্কায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওমরা হাজিদের আগামী ২১ মের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যারা নিজ দেশে ফেরত যাবেন না তাদের জরিমানা, দেশ থেকে নির্বাসন এবং ১০ বছরের জন্য সৌদিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হয়েছে।