advertisement
advertisement
advertisement.

সৌদিতে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২১ মে ২০২৩ ০৫:৩৫ পিএম | আপডেট: ২১ মে ২০২৩ ০৫:৩৫ পিএম
সৌদি প্রবাসী শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত
advertisement..

সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে শাহাদাত হোসেন (৪৩) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল ৫টায় জেদ্দায় নিজ বাসায় তিনি মারা যান। শাহাদাতের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে সৌদি আরবে যান শাহাদাত। পরে একটি কোম্পানিতে কাজ নেন তিনি। প্রতিদিনের মতো গতকাল বিকেলে তার সহকর্মীরা কাজে যাওয়ার জন্য শাহাদাতকে ডাকাডাকি করেন। তখন তিনি নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন। ডাকাডাকির একপর্যায়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা কাছে গিয়ে দেখেন শাহাদাত অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন ঘুমের মধ্যে শাহাদাত স্ট্রোক করেছিলেন। যার কারণে তার মৃত্যু হয়েছে। 

advertisement

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. এনায়েত উল্যাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিদেশে গিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় তার মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই। শাহাদাতের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’