advertisement
advertisement
advertisement.

রুয়েটের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি প্রতিনিধি
২১ মে ২০২৩ ০৬:৩৯ পিএম | আপডেট: ২১ মে ২০২৩ ০৮:১৪ পিএম
রুয়েটের মেইন গেট
advertisement..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে নগরীর সাধুর মোড় এলাকার এক ছাত্রাবাস থেকে সামিউর রহমান নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সামিউর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৭ সিরিজের ছাত্র ছিলেন। রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

advertisement

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বাড়ি থেকে কয়েকদিন আগে এসেছেন ওই শিক্ষার্থী। গতকাল রাতে সামিউর ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় খবর দেন অন্য শিক্ষার্থীরা। পুলিশ গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দরজার তালা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামিউল আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা কী না তা জানা যাবে।

আরও পড়ুৃন: তাবলিগ জামাতে আসা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, গত বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ কক্ষ থেকে ফাঁস দেওয়া অবস্থায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর ফাহাদ রুমির মরদেহ উদ্ধার করা হয়।