advertisement
advertisement
advertisement.

এরদোয়ানই হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৩ ০২:২০ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩ ০৪:৫৪ পিএম
সিনানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
advertisement..

তুরস্কে গত ১৪ মে নির্বাচনে কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। এ নিয়ে আগামী ২৮ মে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও প্রথম দফায় অল্পের জন্য প্রেসিডেন্ট হতে পারেন নি রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে প্রথম দফার নির্বাচনে লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সিনান ওগান গতকাল সোমবার এরদোয়ানকে সমর্থন জানিয়েছেন। এর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হলো এরদোয়ানের। খবর রয়টার্স ও ডয়চে ভেলের। 

তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হতে ৫০ শতাংশ ভোট পেতে হয়। ১৮ মে'র ভোটে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। তার প্রতিপক্ষ কেমাল কিলিচদারোলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। এর পরেই অবস্থান ছিল সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ২ শতাংশ ভোট। 

advertisement

গতকাল সোমবার সাংবাদিক বৈঠকে সিনান জানান, এমন পরিস্থিতিতে তিনি এরদোয়ানকে সমর্থন করবেন। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সিনানের এই বিবৃতি থেকেই স্পষ্ট, এরদোয়ানের জয় এখন সমযের অপেক্ষা। এতে করে এরদোয়ানের দল আরও শক্তিশালী হবে।

এ ছাড়া ১৪ তারিখের ভোটে এরদোয়ানের একে পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ নিয়ে সিনান বলেছেন, পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রেসিডেন্টও সেই দল থেকেই হওয়া উচিত বলে আমার দল মনে করে। সে কারণেই তিনি এরদোয়ানকে সমর্থন করবেন বলে স্থির করেছেন।

আরও পড়ুন: এবার গদি টেকাতে কী পারবেন এরদোয়ান

সিনান বলেন, রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সে কারণেই আমি এরদোয়ানকে সমর্থন করছি। আপাত দৃষ্টিতে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট এরদোয়ান হচ্ছেন এমনটা মনে হলেও-এজন্য আগামী ২৮ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।