advertisement
advertisement
advertisement.

চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭১ শতাংশই ফেল

চবি প্রতিনিধি
২৩ মে ২০২৩ ০৫:৩৪ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩ ০৫:৩৮ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেট। ছবি: ফাইল ছবি
advertisement..

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭১ শতাংশ ভর্তিচ্ছু ফেল করেছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চবির ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও ফেসবুক ভেরিফায়েড পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।

‘বি’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষা দিয়েছিলেন ৪২ হাজার ১৯০ জন। পরীক্ষায় পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ২৯ হাজার ৮৩৫ ভর্তিচ্ছু। পাসের হার শতকরা ২৯ শতাংশ।

advertisement

‘বি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক আমাদের সময়কে বলেন, ‘আমাদের কমিটি ৪২ হাজার ১৯০টি ওএমআর শিট একাধিকবার চেক করে দেখেছেন। পরীক্ষায় পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ। মোট পাস করেছে ১২ হাজার ৩৫৫ জন। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০২ দশমিক ২৫। প্রশ্ন তৈরি থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত নির্ভুলভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন কমিটির সদস্যরা।’