সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ঠিক আগের ম্যাচেই ৪ উইকেট নিয়েছিলেন আকাশ মাধওয়াল। সেই ম্যাচ জিতেই মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে জায়গা করে নেয়। তবে এই পেসার প্রথম এলিমিনেটরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তোপ ছেড়েছেন। তার ৩.৩ ওভারে মাত্র ৫ রান খরচে ৫ উইকেট তুলে ৮১ রানের বড় জয় পেয়েছেন রোহিত শর্মারা।
এ জয়ে আইপিএল ফাইনালের দৌড়ে টিকে রইল মুম্বাই। আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
বুধবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়ে মুম্বাই। ক্যামেরন গ্রিনের ৪১ ও সূর্যকুমার যাদব ৩৩ করেন।
লক্ষ্ণৌর হয়ে ৩৮ রানে ৪ উইকেট নেন নাভিন উল হক।
আরও পড়ুন: গুজরাটকে হারিয়ে ফাইনালে চেন্নাই
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মাধওয়ালের শিকার হয়ে ফেরেন লক্ষ্ণৌ ওপেনার প্রেরাক মানকড়। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ক্রুনাল পান্ডিয়ার দল। মাধওয়ালের পেস-তোপ আর একের পর এক রানআউটে কাটা পড়ে ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় লক্ষ্ণৌ।
মাধওয়াল এরপর প্রেরাকের পর আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, রবি বিষ্ণয় ও মহসিন খানকে তুলে নেন। মার্কাস স্টয়নিস দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে রান আউট হন। এছাড়া দীপক হুদা ও কৃষ্ণাপ্পা গৌতমও রান আউট হন।
লক্ষ্ণৌ এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে এলিমিনেটর থেকে বিদায় নিল।