advertisement
advertisement
advertisement.

বরেণ্য সঙ্গীতশিল্পী টিনা টার্নার আর নেই

বিনোদন ডেস্ক
২৫ মে ২০২৩ ০১:৪৮ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩ ০১:৪৮ পিএম
advertisement..

না ফেরার দেশে চলে গেলেন আমেরিকান বংশোদ্ভূত বরেণ্য সঙ্গীতশিল্পী টিনা টার্নার। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জুরিখে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন টিনার প্রচার কর্মকর্তা বার্নার্ড ডোহার্টি। তবে তিনি মৃত্যুর প্রকৃত কারণ জানান নি।

advertisement

দি গার্ডিয়ান জানিয়েছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন টিনা। তিনি কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি স্ট্রোক করেন ৮৩ বছর বয়সি এই পপ তারকা।

টিনা ক্যারিয়ার শুরু করেন পঞ্চাশের দশকে। কিছু দিনের মধ্যে এমটিভির সেনসেশন হয়ে যান। তার চার্ট-টপিং গান ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। এ গানে প্রেমকে ‘সেকেন্ড-হ্যান্ড ইমোশন’ বলে অভিহিত করেছিলেন; যা এখনো সমানভাবে জনপ্রিয়।

আরও পড়ুন: বুকার জিতলেন বুলগেরিয়ার লেখক ও অনুবাদক

তার সাবেক স্বামী গিটারিস্ট ইকে। তার সঙ্গেও গান গেয়েছেন টিনা। তাদের গাওয়া ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’ গানগুলো বেশ জনপ্রিয়। ১৯৭৮ সালে বিয়েবিচ্ছেদ হয় ইকে-টিনার। বিচ্ছেদের আগে এ দম্পতির কলহ হাতাহাতি পর্যায়ে চলে যায়। ২০০৭ সালে মারা যান ইকে। পরে ২০১৩ সালে ফের বিয়ে করেন টিনা।

টিনা টার্নারের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে। আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় টিনার নাম।