ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর। গত কয়েক দিন ধরে এলাকাটিতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। গতকাল বুধবার এখানে হত্যার শিকার হয়েছেন এক স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ডাকাতি করতে এসে তাকে গুলি করে হত্যা করা হয়। জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ডে পুলিশকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) অর্জুন সিংহ। তার অভিযোগ, পুলিশ ভুঁড়ি নিয়ে হাঁটতে পারে না, অপরাধী ধরতে পারবে নাকি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গতকাল সন্ধ্যায় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতিতে বাধা দিতে গিয়ে ডাকাতদের গুলিতে নিহত হন দোকান মালিকের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হন।
আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এমপি অর্জুন সিংহ বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পুলিশের ভূমিকা সঠিক নয়। পুলিশ প্রশাসনের ওপর মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে আমাদের দলের (তৃণমূল কংগ্রেস) ক্ষতি হবে।’
এ এমপি বলেন, ‘আগের পুলিশ অফিসার দেখে অপরাধীরা অপরাধ করতে ভয় পেত। কিন্তু এখনকার পুলিশ অফিসাররা অপরাধীদের শায়েস্তা করতে ব্যর্থ। ছোট ছোট বিষয় পুলিশের একাংশ অতি সক্রিয়। কিন্তু অপরাধীরা যে মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে, তা দেখেও আমরা কিছু করতে পারছি না।’
অর্জুন বলেন, ‘এক মাসের মধ্যে দুটি খুন হয়ে গেল! এক জন ব্যবসায়ী মারা গেলেন। একজন মাত্র ৪ লাখ টাকা ধার নেওয়ার পর খুন হলেন। আর টিটাগড় থানার ভূমিকাও ঠিক নয়। অপরাধীদের আড়াল করার চেষ্টা, নাকি তাদের ধরতেই পারছে না পুলিশ, সেটা দেখার বিষয়।’
এর পর তিনি পুলিশের শারীরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘৪০ কেজি ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না। সে আবার অপরাধীদের ধরতে পারে নাকি! কিছু লোক এদের পরিচালনা করছে। এতে আখেরে পার্টির ক্ষতি হচ্ছে। অপরাধীরা মুক্তভাবে বিচরণ করছে।’