advertisementsp
advertisement
advertisement.

‘ম্যানচেস্টারের সব অ্যালকোহল পান করেছে’ ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৩ ০৭:৫০ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩ ০৭:৫০ পিএম
শিরোপা উদযাপনে রাতভর পার্টি করেছে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় ও তাদের সঙ্গীরা। ছবি: সংগৃহীত
advertisement..

ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার আর্সেনালের হারে নিশ্চিত হয় এই মৌসুমে ম্যানচেস্টার সিটির শিরোপা। তার পরদিন চেলসিকে হারিয়ে মাঠেই ট্রফি নিয়ে শিরোপা উদযাপন করে পেপ গার্দিওলার শিষ্যরা। তারপর রাতভর চলে পার্টি। বুধবার রাতে ব্রাইটনের মাঠে ১-১ গোলে ড্র করে শিরোপাধারীরা। থামে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের ১২ ম্যাচের জয়রথ।

তবে এই ড্রতে মোটেও অখুশী নন সিটি কোচ গার্দিওলা। তিনি তো উদ্বিগ্ন ছিলেন, দলের খেলোয়াড়রা এই ম্যাচে (অ্যালকোহল পানের কারণে) ঘোরে থাকেন কি না। বরং দলের পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

advertisement

গার্দিওলা বলেছেন, ‘আমরা গত চার, পাঁচ কিংবা ছয় মাসে যা করেছি তার তুলনায় কত খারাপ খেলব সেটি নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। ৪০ ঘণ্টা আগেই আমরা ম্যানচেস্টারের সব অ্যালকোহল পান করেছি। তারপরও তারা যেভাবে খেলেছে সেটি অসাধারণ।’

সিটি কোচ বলেন, ‘আপনাকে জয়ের জন্যই এখানে আসতে হবে, আমরা জানতাম সেটি কঠিন হবে। সবদিক দিয়েই তারা (ব্রাইটন) দারুণ একটি দল, সে কারণেই তারা ইউরোপা লিগে সুযোগ পেয়েছে, যোগ্য দল। আমরাও দেখিয়েছি কেন আমরা ইংল্যান্ডের সেরা দল।’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন ম্যানসিটির জয়রথ থামাল ব্রাইটন

প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করার পর ম্যানচেস্টার সিটির চোখ এখন ট্রেবলের দিকে। আগামী ৩ জুন এফ এ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। তার পরের সপ্তাহেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়বে তারা।