advertisement
advertisement
advertisement.

ভিসানীতি আ.লীগের জন্য বড় ‘সিগন্যাল’

আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৬ মে ২০২৩ ১২:০৫ এএম
advertisement..

মার্কিন ভিসানীতিকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদ নির্বাচন সামনে রেখে এ ভিসানীতি আওয়ামী লীগ সরকারের ভোট কারচুপির বিরুদ্ধে বড় ধরনের ‘সিগন্যাল’। গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে

advertisement

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক আমীর খসরু বলেন, ‘ভোটের দিন ছাড়াও বাংলাদেশে প্রতিনিয়ত ভোটে কারচুপি হচ্ছে। এটি বন্ধ করতে যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপকে স্বাগত জানাই।’ আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এটি তাদের জন্য বড় বার্তা, একটা বড় পদক্ষেপ। এই বার্তা আমলে না নিয়ে ভোট কারচুপি যদি করতেই থাকে, তা হলে ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা করা দরকার।’

এ সময় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এক বৈঠকে যোগ দেন। সেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিরাও ছিলেন।

মার্কিন ভিসানীতিকে স্বাগত জানানোর কারণ হিসেবে আমীর খসরু বলেন, ‘এ ধরনের একটি পদক্ষেপ আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তত সহায়ক ভূমিকা পালন করবে। এটার মাধ্যমে যে সবকিছু হবে, তা নয়। কিন্তু বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারছে না, তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের নিরাপত্তা শঙ্কার মধ্যে আছে- এটি একটি সিগন্যাল, একটি মেসেজ।’

আমীর খসরু বলেন, এর মধ্যে তারা বিচার বিভাগের কথা বলেছে, সাংবাদিকদের কথা বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলেছে এবং সরকারি কর্মকর্তাদের কথা বলেছে। যারা ভোটচুরিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবে, সবার ওপর যুক্তরাষ্ট্র এটা প্রয়োগ করবে।’

এই ভিসানীতির ফলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা- এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে অর্জন করতে হবে। অনেক পদক্ষেপ এখানে নিতে হবে, যাতে করে তারা (আওয়ামী লীগ সরকার) আর ভোটচুরি করে ক্ষমতা দখল করতে না পারে।’

আমীর খসরু মনে করেন, ‘ভোটচুরি এরই মধ্যে শুরু হয়ে গেছে। মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, বিএনপি নেতাকর্মীদের গুলি করছে, গ্রেপ্তার করছে- এটি কি ভোটচুরি নয়? ভোটচুরি চলছে, গণহত্যা চলছে।’

সরকারি দল যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন নয়, বিএনপি কি উদ্বিগ্ন প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘তারা (সরকার) উদ্বিগ্ন না হলে ভালো কথা। তাহলে তাদেরকে (সরকার) বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা এগুলো ফিরিয়ে দিতে হবে।’

গাজীপুরের সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সামান্য একজনকে (জাহাঙ্গীর আলম) তারা সহ্য করতে পারছে না। তাকে নির্বাচন করতে দেয়নি। লোকজন ভোট কাকে দেবে? ভোটে কোনো আস্থা আছে? একটা নিরপেক্ষ সরকার যদি ক্ষমতা না নেয়, তা হলে এটা (ভোটচুরি) অব্যাহত থাকবে।’