ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমে এসেই নিজের জাত চিনিয়েছেন আর্লিং হল্যান্ড। এরই মধ্যে হয়ে গেছে রেকর্ড ৩৬ গোল। বাকি থাকা আরও এক ম্যাচে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে নরওয়ের এই ফুটবলারের সামনে।
হল্যান্ডের দেওয়া এই ৩৬ গোলের মধ্যে নজর কেড়েছে বেশ কিছু গোল। তবে হল্যান্ডের ব্যক্তিগত পছন্দ সাউদাম্পটনের বিপক্ষে ৬৮তম মিনিটে বাইসাইকেল কিকে তার দেওয়া সেই গোলটিকে।
‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের’ অনুষ্ঠানে গিয়ে হল্যান্ড বলেন, ‘সাউদাম্পটনের বিপক্ষে সেই বাইসাইকেল কিকটি বিশেষ ছিল, তাই নয় কি? এই শরীর শূন্যে ভাসিয়ে!’
চলতি মৌসুমে যোগ দিয়েই ম্যানচেস্টার সিটির হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আসছে হল্যান্ড। ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে করেছেন ৫২ গোল। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগেই ১২ গোল করেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের রেকর্ডও হয়ে গেছে হল্যান্ডের। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে হল্যান্ডের চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড ছিল অ্যান্ড কোল ও অ্যালান শিয়েরারের। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেছিলেন কোল। আর পরের মৌসুমে ৩৪ গোল করে ব্ল্যাকবার্ন রোভার্সকে শিরোপা এনে দিয়েছিলেন শিয়েরার।
আরও পড়ুন: ম্যানসিটির জয়, রেকর্ড গড়া হল্যান্ডকে ‘গার্ড অব অনার’
হল্যান্ডের কাঁধে ভর করে এখন ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন সিটি কোচ পেপ গার্দিওলা। এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে। বাকি আছে একটি ম্যাচ। তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনাল ও ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয়ের অপেক্ষা করছেন তিনি।