ইংল্যান্ডের ওভালে আগামী মাসে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠেয় ফাইনালের মাধ্যমে পর্দা নামবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় পর্বের। টুর্নামেন্টটি একদমই ভালো কাটেনি বাংলাদেশের। ৯ দলের মধ্যে আছে একেবারে তলানিতে। তবুও আইসিসি থেকে প্রাইজমানি হিসেবে ১ লক্ষ মার্কিন ডলার পাবে টাইগাররা, বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক কোটি টাকার কিছু বেশি।
বাংলাদেশের সমপরিমাণ প্রাইজমানি পাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। দলগুলো পয়েন্ট টেবিলের যথাক্রমে ছয়, সাত ও আট নম্বরে অবস্থান করছে। আজ শুক্রবার এই প্রাইজমানি ঘোষণা করে আইসিসি।
২০১৯ থেকে ২০২১ সালে হওয়া প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মতো এবারও মোট প্রাইজমানি ৩৮ লক্ষ মার্কিন ডলার। আগামী ৭ থেকে ১১ জুন ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই তাদের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ আইসিসির প্রাইজমানি। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দল পাবে ১৬ লক্ষ মার্কিন ডলার। এছাড়া রানার্স আপ দল পাবে ৮ লক্ষ মার্কিন ডলার।
আরও পড়ুন: আইসিসি বর্ষসেরা টেস্ট দলে অস্ট্রেলিয়ার আধিপত্য
তৃতীয় স্থান অর্জন করা দক্ষিণ আফ্রিকা তৃতীয় সর্বোচ্চ সাড়ে চার লাখ মার্কিন ডলার প্রাইজমানি হিসেবে পাবে। পয়েন্ট টেবিলের চার নম্বরে ব্রেন্ডন ম্যাককালামের দল ইংল্যান্ড। তাদের জন্য আইসিসির বরাদ্দ সাড়ে তিন লাখ মার্কিন ডলার। এছাড়া পঞ্চম স্থানে থাকা শ্রীলংকা পাবে দুই লক্ষ মার্কিন ডলার।