advertisement
advertisement
advertisement.

শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৩ ০৪:৩৭ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৪:৩৭ পিএম
ইয়াবাসহ আটক হওয়া জাহিদ হোসেন
advertisement..

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৫৬৫টি ইয়াবাসহ মো. জাহিদ হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

জিয়াউল হক বলেন, আজ সকালে এপিবিএনের গোয়েন্দা দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার সময় অভিযুক্তকে লক্ষ্য করে। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। তার দিকে এগিয়ে যেতেই অভিযুক্ত মো. জাহিদ হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে আটক করেন।

advertisement

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এরপর তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন এবং নিজ হাতে তার পরিহিত পোশাকের পকেট থেকে ইয়াবাগুলো বের করে দেন।

তিনি বলেন, জাহিদ হোসেনের কাছে মোট ৩ হাজার ৫৬৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। জাহিদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।