গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতানোয় বড় অবদান ছিল রংপুরের মেয়ে সিরাত জাহান স্বপ্নার। তবে হঠাৎই ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আজ শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দেন স্বপ্না। এরই মধ্যে বাফুফের ক্যাম্প ছেড়ে রংপুরে চলে গিয়েছেন তিনি। অবসরের পর পরিবারকে সময় দিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রংপুরের এই ফুটবলার।
স্বপ্না জানিয়েছেন, ছুটিতে বাড়ি গিয়ে অনেক ভেবেচিন্তেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইনজুরি বা চোটাক্রান্ত ছিলেন না তিনি। পুরোপুরি ফিট আছেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: সাফজয়ী স্বপ্না-সোহাগীকে বরণ করল রাণীশংকৈলবাসী
ফেসবুক স্ট্যাটাসে স্বপ্না লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’