advertisement
advertisement
advertisement.

রাসিক নির্বাচন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড কাউন্সিলর হচ্ছেন রবিউল

রাজশাহী ব্যুরো
২৬ মে ২০২৩ ০৭:৫২ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৭:৫২ পিএম
২০ নম্বর ওয়ার্ডের একমাত্র প্রার্থী রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত
advertisement..

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিল করেই কাউন্সিলর হওয়ার পথে ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবিউল ইসলাম। এ ওয়ার্ডে তিনি ছাড়া আর কেউ মনোনয়ন না তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই চলে। যাচাই-বাছাই শেষে রবিউলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। কিন্তু ওই ওয়ার্ডে তার কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। ফলে তিনিই ২০ নম্বর ওয়ার্ডেন কাউন্সিলর হতে যাচ্ছেন। আগামী ২ জুন প্রতীক বরাদ্দের দিন রবিউলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

advertisement

রবিউল ইসলাম বলেন, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ মোট দুজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই মনোনয়নপত্র তোলেননি। এর মধ্যে বিএনপির নির্বাচনে না যাওয়ার নির্দেশনার কারণে একজন নিজেকে সরিয়ে নিয়েছেন, অন্যজন প্রার্থী হওয়ার আগে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওয়ার্ডে ঘুরে সাড়া পাননি। ফলে শেষ পর্যন্ত তিনিও প্রার্থী হননি।

রাজশাহী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় গত পাঁচ বছর ওয়ার্ডবাসীর বিপদে-আপদে পাশে ছিলেন দাবি করে রবিউল বলেন, এলাকায় অনেক উন্নয়ন কাজও করেছি। তাই এমনটি হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১ জুন। প্রতীক বরাদ্দ করা হবে ২ জুন। আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ১৫৫টি ভোটকেন্দ্রে এক হাজার ১৭৩টি কক্ষে ২১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজশাহী সিটি নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২। আর এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন ৩০ হাজার ১৫৭ ভোটার।