advertisement
advertisement
advertisement.

‘আ. লীগ মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না’

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ মে ২০২৩ ০৯:৩৯ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৯:৩৯ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আমাদের সময়
advertisement..

আওয়ামী লীগ কোনো অবস্থাতেই মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে শুধু আমার আমিত্ব, কর্তৃত্ববাদী শাসনে। তারাই শুধু কথা বলবে, তারাই শুধু চেটেপুটে, লুটেপুটে খাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত জেলা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

advertisement

জাহিদ হোসেন বলেন, ‘বিদেশে আমাদের (বিএনপি) বন্ধু আছে, কোনো প্রভু নেই; আর আওয়ামী লীগের প্রভু আছে সেজন্য তারা প্রভুদের কাছে দৌঁড়ায়। আর বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে যায়। কারণ বিএনপির নেতাকর্মীরা মনে করে সাধারণ মানুষই সকল ক্ষমতার উৎস।’

তিনি বলেন, ‘সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এই আওয়ামী লীগ সরকারের আমলে মসজিদ-মন্দিরে হামলা হয়। এগুলো কারা করে? আজকে সংখ্যালঘুদের জায়গা দখল, কারা করেছে এগুলো, এই আওয়ামী লীগ সন্ত্রাসী দলের নেতাকর্মীরা। অর্থাৎ এই দলের আমলে কেউ সঠিকভাবে ধর্ম-কর্ম পালন করতে পারে না।

জাহিদ হোসেন বলেন, সাংবাদিকরা ছবি তুলছেন, কিন্তু উনারা যদি লিখতে যান তাহলেই দেখা যাবে ডিজিটাল সিকিউরিটি আইনে কাউকে মামলা দিচ্ছে, কাউকে জেলে পাঠাচ্ছে এবং কারও ওপর হামলা করছে। এছাড়াও কারও ক্যামেরা ভাঙছে, আবার কারও মোবাইল ফোনটি পুলিশ নিয়ে নিচ্ছে। বাংলাদেশে কোনো আইন নেই এরকমভাবে কোনকিছু নিয়ে নেওয়ার।

তিনি বলেন, বিএনপির যে আন্দোলন-জনসমাবেশ এবং কর্মসূচি এটা খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়। বিএনপির এই কর্মসূচি আপনাদের যে অধিকার এই সরকার কেড়ে নিয়েছে অর্থাৎ জনগণের যে ক্ষমতা তা ফেরত দেওয়ার কর্মসূচি। আপনাদের অধিকার আদায়ের কর্মসূচি।

জাহিদ হোসেন বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) পদত্যাগ করুন, সেই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের ব্যবস্থা করুন। সেখানে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিবে; সেই জাহাঙ্গীরের মায়েই হোক অথবা অন্য যেই হোক সেটি আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। শেখ হাসিনা ক্ষমতায় ছাড়া অবস্থায় ভোট দিতে হবে। আর বর্তমান নির্বাচন কমিশন; এই নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই আর থাকতে পারবে না। আর প্রশাসনের যারা আছেন, আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, সিনিয়র সহসভাপতি নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।