যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে বাংলাদেশের স্বাগত জানানোকে ইতিবাচকভাবে দেখছে দেশটি। একই সঙ্গে তারা বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় বাইডেন সরকার।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফিংয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।
ভিসানীতি নিয়ে বাংলাদেশের সরকার ও বিরোধী দলগুলোর প্রতিক্রিয়ার বিষয়টি সামনে আনেন এক সাংবাদিক। তার জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি যেটা বলব, তা হচ্ছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই বাংলাদেশের নির্বাচন ইস্যুতে নতুন ভিসানীতি করা হয়েছে।
ভিসানীতি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্র আনন্দিত বলেও জানান তিনি।
একই সঙ্গে মিলার বলেন, যুক্তরাষ্ট্র বিশ^াস করে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার অগ্রগতির জন্য সবচেয়ে স্থায়ী হচ্ছে গণতন্ত্র। আর এ কারণেই এমন ঘোষণা দিয়েছি এবং উভয় দেশের সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করাতে উন্মুখ হয়ে আছি।
সম্প্রতি বাংলাদেশে মার্কিন ভিসানীতি ঘোষণা করা হয়। এ নীতিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে বাধাদানকারীদের ভিসা দেবে না বলে জানানো হয়েছে।