মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহককে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সুখী আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আবু তাহের শেখের মেয়ে তিনি। সুখী এই প্রতারণা চক্রের মূল হোতা বলে দাবি করেছে র্যাব। র্যাব ২-এর সহকারী
পরিচালক ও সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনা বেড়েছে। এক ধরনের অসাধু চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রতারণার কৌশল হিসেবে র্যাব জানায়, বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে জানিয়ে তারা এসএমএসের মাধ্যমে যাওয়া ওটিপি চাইত। সরল বিশ^াসে কেউ ওটিপি কোর্ডটি দিলে অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিত।
গ্রেপ্তার নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনিসহ চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং পদ্ধতি বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন।